বাউফলে অব:প্রাপ্ত শিক্ষকের অসহায় ভাবে দিনযাপন

বাউফলে অব:প্রাপ্ত শিক্ষকের অসহায় ভাবে দিনযাপন

মোঃ দেলোয়ার হোসেন: পটুয়াখালীর বাউফলে অব:প্রাপ্ত শিক্ষক পতিতপবন রায় করোনা ভাইরাস কারনে খুব কষ্টের মধ্যে দিনযাপন করে আসছেন। উপজেলার কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় দেড়যুগ পূর্বে চাকুরী থেকে অবসর গ্রহন করেন। বিদ্যালয়ে ইংরেজী পড়াতেন। অবসরে যাওয়ার পরে বৃদ্ধ বয়সে চোঁখে কম দেখা নিয়ে এলাকায় শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়িয়ে জীবন যাপন করেছিলেন। হঠাৎ বিশ্বব্যাপী করোনা দুর্যোগ সবার মতোই শিক্ষক পবন সাহেবে জীবন জীবিকা থমকে দিয়েছে। পতিতপবন রায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচরে রায় বংশে জম্ম গ্রহন করেন।
 তিনি বলেন, কর্মজীবনের শিক্ষকতা করতাম। অবসরে গিয়ে বৃদ্ধ বয়সে কোন কাজকর্ম করতে পারি না। ২/৪ জন শিক্ষার্থীদেরকে পড়াতাম তাও করোনা কারনে বন্ধ হয়ে গেছে। শিক্ষক ও পারিবারিক জীবনের গল্প শোনার মধ্যে দিয়ে বুঝা গেছে, শিক্ষক হিসেবে তিনি ছিলেন, সদালপী,সৎ,উদার প্রকৃতিক শিক্ষক।

ছোট কন্ঠস্বরে ক্ষোভ প্রকাশ করে পবন সাহেব বলেন, এখন পর্যন্ত কোন সহযোগিতা পাননি বৃদ্ধ অসহায় বয়সে। তবে তার কয়েকজন প্রাত্তন ছাত্ররা তার পাশে এগিয়ে আসার আশ্বাস দিয়েছেন। এখন কোন উপায় নেই। কারো কাছে হাত পেতে দুই টাকা চাইব?